Barail High School – বড়াইল উচ্চ বিদ্যালয়

বড়াইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল

নবীনগর উপজেলার বড়াইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর শিক্ষার্থী আলমগীর হোসেনের অকাল মৃত্যুতে বৃহস্পতিবার(৩ রা আগস্ট)১১ টাই বিদ্যালয় মাঠে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হকের সভাপতিত্বে ও মোঃকবির হোসেনের উপস্থাপনায় এতে তার স্মৃতিচারন করেন সহকারী প্রধান শিক্ষক শাহনোয়াজ আলম,মোস্তাফিজুর রহমান (নান্নু মাস্টার),বড়াইল পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকেয়া বেগম,সাজিদুল ইসলাম,তাহমিনা আক্তার,ইসরাত জাহান,আতিকুল রহমান,
নাছির উদ্দীন,আদেল করিম,মোঃনাজির হোসেন,কাজী আল আমিন,হাফিজুর রহমান ভূইয়া প্রমুখ।এ সময় তার পরিবারে ও সকল ছাএ-ছাএীরা উপস্থিত ছিল।
সে আশুগঞ্জ উপজেলার দক্ষিণ তারুয়া গ্রামের মোঃরিনু মিয়া ছেলে।
বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসম্সত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিশেষ মোনাজাত করেন খাইর উদ্দীন স্যার।
উল্লেখ্য,সে বড়াইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর বিজ্ঞান বিভাগের মেধাবি শিক্ষার্থী ছিল।১০ দিন যাবত চিকুনগুনিয়ার জ্বরে আক্রান্ত হলে,ধীরে ধীরে সে দুর্ভল হয়ে পরে।গত ৩০ শে জুলাই রবিবার ৪:৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *